আমাদের সম্পর্কে

সুন্দর শহর, সুন্দর প্রজন্ম
গাছ লাগাই, জীবন বাচাই
দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি
একটি সবুজ,পরিস্কার-পরিচ্ছন্ন,দুষণমুক্ত,পরিবেশ বান্ধব,মনোরম ও নৈসর্গিক সুন্দর বন্দর নগরী গড়ে তোলার স্বপ্ন আমাদের।সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে আমরা কাজ করে চলেছি।বানিজ্যিক মন মানসিকতা পরিহার করে সেবার মানসে সরকারী কিংবা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের অর্থ বরাদ্ধ না নিয়ে নিজেদের মেধা,শ্রম,দক্ষতার উপর ভীত্তি করে বেসরকারী ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের অংশগ্রহন ও পৃষ্ঠপোশকতাকে কাজে লাগিয়ে আমাদের শহরকে অনুপম সৈন্দর্য্যে গড়ে তুলতে চলছে অবিরাম কর্মপ্রচেষ্টা। বিগত বছরগুলোতে সকলের আন্তরিক প্রচেষ্টায় সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কর্মসংস্হানের সুযোগ সৃষ্টির হয়েছে। এছাডা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কয়েকটি খাতে বিপুল পরিমান অর্থের সাশ্রয়ের পাশাপাশি নিদিষ্ট হারে রাজস্ব আয় বেড়েছে। চট্টগ্রাম মহানগরীকে একটি মনোরম,দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে সকল নাগরিকদের জন্যে বাসযোগ্য সবুজ নগরী গড়ে তুলতে আমাদের গর্বিত পৃষ্ঠপোশক ও বিজ্ঞাপন দাতার পাশাপাশি সৌন্দর্যবর্ধন কাজে নিজেদের সম্পৃক্ত করতে আগ্রহী প্রতিষ্ঠানসমুহকে স্বাগত জানানো হচ্ছে।

ফ্লাইওভারে চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখি।